কক্সবাজারের চকরিয়ায় ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য রমজান আলীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব মো. হুমায়ুন কবিরের দপ্তরে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন সচিব, গ্রাম পুলিশ (চৌকিদার) নাছির উদ্দিন, মো. রুবেল, আশরাফ উদ্দিন ও উদ্যোক্তা শাহরিয়া খান। এ সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এবং থানার পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান বলেন, ‘হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সচিবসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ’