সিরাজগঞ্জে আইনজীবী এবং জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা গত তিন দিনেও সমাধান হয়নি। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনায় জড়িত জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের শাস্তির দাবিতে এক দিনের আলটিমেটাম দিয়েছেন আইনজীবীরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতিতে সভা করে এ ঘোষণা দেন আইনজীবী নেতারা।
বিজ্ঞাপন
এদিকে তৃতীয় দিনের মতো মঙ্গলবারও আদালত বর্জন অব্যাহত রেখেছিলেন আইনজীবীরা। এ অবস্থায় আদালতের কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।