কুড়িগ্রামের উলিপুরে টিকা নিতে এসে মারধরের শিকার হয়েছে এক শিক্ষার্থী। আর এ অভিযোগ খোদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ জানুয়ারি) উপজেলার বিষ্ণুবল্লভ এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বীর-উত্তম মাহবুব সেনানিবাস) অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদমান সাকিব রুদ্র করোনার টিকা নেওয়ার জন্য জেলা পরিষদের ডাকবাংলোর লাইনে দাঁড়ান।
বিজ্ঞাপন
তবে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মো. তারিকুল ইসলাম বলেন, ‘আমি তাকে শুধু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দিয়েছি। ’