kalerkantho

বুধবার ।  ১৮ মে ২০২২ । ৪ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৬ শাওয়াল ১৪৪৩  

নীলফামারীর আসন ছাড়া দুই ট্রেন

নীলফামারী প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারী থেকে খুলনা পর্যন্ত ‘সীমান্ত’ ও ‘রূপসা’ নামের দুটি আন্ত নগর ট্রেন চলাচল করছে নিয়মিত। দূরপাল্লার ওই ট্রেন দুটিতে যশোর ও খুলনা গন্তব্যের কোনো আসন বরাদ্দ নেই নীলফামারী জেলা শহরের স্টেশনটিতে। নীলফামারীর জন্য বরাদ্দ থাকা বগি অকেজো হওয়ার কারণে প্রায় এক মাস ধরে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। নীলফামারী স্টেশনে সোমবার দুপুরে গিয়ে দেখা গেছে, খুলনা ও যশোরের আসন না থাকায় টিকিট নিতে এসে কাউন্টার থেকে ফিরে গেছেন অনেকে।

বিজ্ঞাপন

এ সময় কাউন্টার থেকে জানানো হয়, ওই দুই গন্তব্যের বরাদ্দ আসন না থাকায় কোনো টিকিট দেওয়া যাচ্ছে না।সাতদিনের সেরা