বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মনিষা রহমান স্বর্ণা (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের আকাশতারা এলাকার রেললাইনে এই ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী পাশের নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মাদ সোহেলের মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘লালমনিরহাট থেকে বগুড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আকাশতারা এলাকা অতিক্রমের সময় মনিষা ট্রেনের কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার থেকে সুনির্দিষ্ট করে কোনো তথ্য আমরা এখনো পাইনি। ’