ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর বনের ছয় হাজার রাবারগাছ গত শনিবার রাতে কেটে ফেলেছে ইজারাগ্রহীতারা। এ ঘটনায় গতকাল রবিবার সন্ধ্যায় রাবার প্রকল্প ব্যবস্থাপক হারুন অর রশিদ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।
গতকাল বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সন্তোষপুর রাবার প্রকল্প কার্যালয় থেকে দেড় শ মিটার দক্ষিণে ৩২ একর জমিতে লাগানো রাবারগাছের প্রায় সব চারা কেটে ফেলা হয়েছে। কিছু চারা রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সংরক্ষিত বনের ৩২ একর জমি অবৈধভাবে সাথি ফসল চাষের অনুমতি দেয় বন শিল্প উন্নয়ন করপোরেশন। এ নিয়ে গত ১২ জানুয়ারি কালের কণ্ঠে ‘সংরক্ষিত বনে চাষের অনুমতি’ শিরোনামের সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন সম্পাদকীয় ছাপা হয়। এদিকে ইজারা দেওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই চারা কাটা হয়েছে। এতে প্রকল্পের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে, যদিও বন বিভাগ রাবার প্রকল্প ব্যবস্থাপককে বনভূমি ইজারার কার্যক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে।