ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের সড়ক সংস্কারের দাবিতে গতকাল রবিবার সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন ময়মনসিংহের পরিবহন মালিকরা। তবে দুপুরের আগেই প্রশাসনের আশ্বাসে সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, মহাসড়কের গাজীপুর-টঙ্গী অংশের মাত্র ১৬ কিলোমিটার সড়কের কারণে যাত্রীদের কষ্ট হচ্ছে, পরিবহন মালিক ও শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি আরো বলেন, মহাসড়কের যেসব স্থানে উন্নয়নকাজ চলছে সেসব স্থানে সড়ক যান চলাচলের উপযোগী রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
বিজ্ঞাপন