kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সিংগাইরে নারীর বস্তাবন্দি লাশ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাতপরিচয় নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিলে বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো. রেজাউল হক ও থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা। ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলায় কাটা চিহ্ন রয়েছে।সাতদিনের সেরা