kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরের পীরগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও গতকাল শুক্রবার অনলাইনে ভাইরাল হয়েছে। এর আগে গত বুধবার সকালে পারুল ইউনিয়নের অনন্দি ধনিরাম গ্রামে এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সাজাহান মিয়ার সঙ্গে প্রতিবেশী গোফফার মিয়ার ছেলে জিয়ারু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত বুধবার সকালে জিয়ারু ও তাঁর লোকজন সাজাহানের জমি দখল করতে গাছ ও রাস্তা কাটতে থাকেন। এ সময় বাধা দিলে জিয়ারু ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে সাজাহানের স্ত্রী গোলাপী বেগম ও মেয়ে রাবেয়া বেগমকে গাছে বেঁধে নির্যাতন চালান। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। বর্তমানে তাঁরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।সাতদিনের সেরা