kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, সড়কে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি   

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী পরিবহনের সঙ্গে অন্য একটি পরিবহনের সংঘর্ষে একজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ২৬ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর উভয় পাশে মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ‘সকালের দিকে সেতুর ওপর দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে এক ঘণ্টারও বেশি সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেতুর ওপর দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাশবাহী গাড়ি সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল শুরু হয়।’সাতদিনের সেরা