রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পঞ্চম দফার এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফারুক ইমাম সুমন। বুধবার বিকেল সাড়ে ৫টায় তাঁর নির্বাচনী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন। সুমন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে সুমন বলেন, পঞ্চম দফায় ৫ জানুয়ারি মাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট ও তাঁর লোকজন নানা ধরনের ষড়যন্ত্র ও নীলনকশা করছেন। এমনকি ভোটকেন্দ্রে না যেতে ভোটারদের হুমকি দিচ্ছেন।