চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ওই ইউনিয়নের ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ওমর, কাদের ও সুমন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন থেকে ১৭ জনকে বহিষ্কারের আবেদন করেছে ইউনিয়ন আওয়ামী লীগ। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠে কাজ করার অভিযোগে তাঁদের বহিষ্কারের আবেদন করা হয়। গতকাল ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক আবেদনপত্রে বিষয়টি জানানো হয়েছে।