kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ভোটের বাক্স নিয়ে যশোরে হানিফ

যশোর প্রতিনিধি   

৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার মাথায় ভোটের বাক্স নিয়ে জেলায় জেলায় ঘুরছেন ‘হানিফ বাংলাদেশি’ নামের সেই মানুষটি। গত কয়েক বছর ধরে দেশে ঘুষ, দুর্নীতি, সীমান্তে হত্যাসহ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করে এ নামে পরিচিতি পেয়েছেন তিনি। তাঁর এবারের কর্মসূচি জনগণের ভোটাধিকার নিয়ে।

একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের দাবিতে দেশের ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিচ্ছেন হানিফ।

বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে আসেন যশোর প্রেস ক্লাবে। এ সময় কথা হয় তাঁর সঙ্গে।

হানিফ বলেন, ‘সংবিধানে বলা আছে, রাষ্ট্রের মালিক জনগণ। আর রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্তটা হলো ভোটাধিকার। ’সাতদিনের সেরা