kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়

পাস না করেও ভর্তির সুযোগ ৪০ জনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভর্তি পরীক্ষায় পাস করতে না পারা অন্তত ৪০ জন শিক্ষার্থী পোষ্য কোটায় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গত সোমবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক উপকমিটির সভায় তাঁদের ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট আসনের ৫ শতাংশ পোষ্য কোটার জন্য নির্ধারিত। কিন্তু কোটার নির্ধারিত আসন পূরণ না হওয়ায় অকৃতকার্য শিক্ষার্থীদের ভেতর থেকে এসব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে পরীক্ষায় অকৃতকার্য হয়েও পোষ্য কোটায় ভর্তির জন্য ৭৬ জন শিক্ষার্থী আবেদন করেন।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক আবদুল আলীম বলেন, ‘পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, নির্ধারিত আসনসংখ্যার বিপরীতে থাকা শিক্ষার্থীরা পাস নম্বর তুলতে পারেনি। আসন খালি থাকা সাপেক্ষে অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে যারা ৩০ নম্বর পেয়েছে, তাদের ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে। এটি প্রতিবছরই হয়ে আসছে। ’সাতদিনের সেরা