kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ফরিদপুরে পুকুরে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের নগরকান্দায় পুকুরে ডুবে সাজিদ (৪) ও তরিকুল (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া নতুন হাটখোলা গ্রামে এই ঘটনা ঘটে। সাজিদ ওই গ্রামের আইয়ুব মৃধার ছেলে এবং তরিকুল প্রতিবেশী মজিবর মুন্সীর পালিত ছেলে।

জানা গেছে, ওই দুই শিশুর দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ’

 সাতদিনের সেরা