kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

করতোয়ার ভাঙন রোধের দাবি

গাইবান্ধা প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর ভাঙন রোধে শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের করতোয়া নদীর পারে ভাঙনকবলিত পূর্ব সমসপাড়া ও উত্তরপাড়া গ্রামের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল গণি মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, করতোয়া নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন শুরু হয়। গত বছর বন্যায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্ব সমসপাড়া ও উত্তরপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভাঙনে দেড় শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বিজ্ঞাপন

তাঁরা বলেন, দুই গ্রামের দুই শতাধিক পরিবারের বসতবাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও কয়েক হাজার একর ফসলি জমি এখন হুমকির মুখে। এ ছাড়া অব্যাহত ভাঙনে সহস্রাধিক ঘরবাড়িসহ কয়েক শ একর জমিও বিপন্ন অবস্থায়। তাই ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা

কর্মসূচিতে বক্তব্য দেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক প্রমুখ।সাতদিনের সেরা