শেরপুরে যৌতুকের দাবি পূরণ না হওয়ায় নির্যাতন ও গৃহবধূর হাত কেটে দেওয়ার মামলায় চার সহোদর ভাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইগাতী সদরের কসাইপাড়া এলাকার কসাই কুদরত আলীর ছেলে গৃহকর্তা লিটন মিয়া, তাঁর সহোদর তিন ভাই রিপন মিয়া, উজ্জ্বল মিয়া ও নুর ইসলাম। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান গতকাল রবিবার সব আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। রায়ে গৃহকর্তা লিটন মিয়াকে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ভিকটিমকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন