পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশের একটি মসজিদে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে তাদের কাছ থেকে টাকা ও সামগ্রী লুট করেছে একটি সংঘবদ্ধ চক্র। গত শনিবার রাতে মহাসড়কের মহিপুর এলাকায় অবস্থিত মসজিদটিতে এ ঘটনা ঘটে।
দলটির সদস্য রোমান মিয়া জানান, রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের ভাটারা থেকে ওই মসজিদে আসেন তাঁরা।
ওই দিন রাতের খাবার খেয়ে তাঁরা ঘুমিয়ে পড়েন।
বিজ্ঞাপন
মহিপুর থানার ওসি খায়ের কাওছার বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।