kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

বকেয়া পরিশোধের দাবি পাটকল কর্মীদের

খুলনা অফিস   

৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত দুই হাজার কর্মচারী-কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির টাকা এককালীন পরিশোধসহ তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। গতকাল রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের কাছে এক স্মারকলিপিতে এই দাবি জানায় রাষ্ট্রায়ত্ত পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদের খুলনা আঞ্চলিক কমিটি। স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, শফিকুল ইসলাম, মঞ্জুরুল করিম, আবু জাফর, আব্দুল ওয়াহাব, দেলোয়ার উদ্দিন দিলু, মাজাহার ইসলাম প্রমুখ। পরে কর্মচারী-কর্মকর্তারা দাবি আদায়ে ৮ ডিসেম্বর বিজেএমসি ঘেরাও, ১৫ ডিসেম্বর আটরায় সমাবেশ ও ১৯ ডিসেম্বর ঢাকায় কর্মসূচির ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা জানান, ২০২০ সালের ১ জুলাই বাংলাদেশ জুট করপোরেশনের পরিচালিত ২৫টি জুট মিল বন্ধ করে দেয় সরকার।সাতদিনের সেরা