kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

চতুর্থবারের মতো হাফ ম্যারাথন

সিলেট অফিস   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে এখন শীতের আমেজ। ভোর থাকে কুয়াশাচ্ছন্ন। হাড়-কাঁপানো না হলেও বেশ শীত। কিন্তু শুক্রবারের ভোরটি ছিল অন্য রকম। সুরমা নদীর পারে হাজারো মানুষের উপস্থিতি। দৌড়বিদের সংখ্যাই এক হাজার ২০০। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল চতুর্থবারের মতো সিলেট হাফ ম্যারাথন। সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে ঐতিহ্যবাহী কিনব্রিজের নিচ থেকে অংশগ্রহণকারীরা দৌড় শুরু করেন। এই দৌড় সিলেট নগরের সড়ক দিয়ে মালনী ছড়া চা-বাগান হয়ে শহরতলির ২২ টিলা ঘুরে ২১.১ কিলোমিটার দৌড়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফিনিশ লাইনে গিয়ে সমাপ্ত হয়।সাতদিনের সেরা