kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

শোভাযাত্রায় এসে অর্ধশত নেতার মোবাইল গায়েব

বরিশাল অফিস   

৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপার্বত্য শান্তিচুক্তি দিবসে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে এসে মোবাইল ফোনসেট হারিয়েছেন প্রায় অর্ধশত নেতাকর্মী। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কোতোয়ালি থানায় এসংক্রান্ত ২০ জন সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই রুম্মান হোসেন।

পার্বত্য শান্তিচুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে নগর ভবনের সামনে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। সেখানে জেলার বিভিন্ন উপজেলা ও নগরের নানা ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শোভাযাত্রার পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশস্থল থেকে মোবাইল হারানোর বিষয়ে স্ট্যাটাস দিতে থাকেন।

কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রুম্মান হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনসেট হারানোর বিষয়ে কমপক্ষে ২০টি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগকারী সবারই মোবাইল ফোনসেট হারানোর স্থান সমাবেশ ও শোভাযাত্রাকে দেখিয়েছেন। আমরা সিম নম্বর ও ফোনের আইইএমআই নম্বর দিয়ে ফোন উদ্ধারের চেষ্টা করছি।’সাতদিনের সেরা