kalerkantho

শুক্রবার । ১৪ মাঘ ১৪২৮। ২৮ জানুয়ারি ২০২২। ২৪ জমাদিউস সানি ১৪৪৩

দাবি না মানলে ক্লাসে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় দোষী ছাত্রলীগকর্মীদের স্থায়ী বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও সমাবেশ করে শিক্ষক সমিতি এ ঘোষণা দেয়। এদিকে শিক্ষকের মৃত্যুর ঘটনায় কুয়েট প্রশাসন তিন সদস্যের যে তদন্ত কমিটি করেছে, তার দুই সদস্য দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপনসাতদিনের সেরা