চট্টগ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রওনা দিয়েছে ‘এমভি বার আউলিয়া’। বিআইডাব্লিউটিসির চট্টগ্রামের এজিএম গোপাল মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘এমভি বার আউলিয়াই প্রথম চট্টগ্রাম থেকে বরিশাল ট্রায়াল দেবে। শিগগিরই এটি যাত্রী সার্ভিসে আসছে। ’ এমভি বার আউলিয়ার মাস্টার ফিরোজ আহমেদ জানান, জাহাজে প্রথম শ্রেণির ১৩টি, দ্বিতীয় শ্রেণির আটটি কেবিন আছে।
বিজ্ঞাপন