kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

পৌর আ. লীগ সভাপতির বাসায় ককটেল নিক্ষেপ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শেরপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের বাসায় বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসায় থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের বারোদুয়ারীপাড়ায় মাদরাসা গেটসংলগ্ন ওই আওয়ামী লীগ নেতার বাসায় ককটেলগুলো নিক্ষেপ করা হয়।

মকবুল হোসেন জানান, দুর্বৃত্তরা তাঁর বাসা লক্ষ্য করে পর পর বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল বাসার প্রধান দরজাসংলগ্ন কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সম্ভবত আতঙ্ক সৃষ্টির জন্য পটকা জাতীয় কিছু ফোটানো হয়।সাতদিনের সেরা