kalerkantho

সোমবার । ৩ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

যুবদল-ছাত্রদলের মশাল মিছিল পণ্ড

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   

২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শেরপুরে যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই রাতের বেলায় শহরে একটি মশাল মিছিল বের করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মিছিলটি পণ্ড করে দেওয়া হয়। সেই সঙ্গে ছয়জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।সাতদিনের সেরা