kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

করোনা টিকার আওতায় বেদেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে প্রথমবারের মতো করোনার টিকার আওতায় আনা হয়েছে বেদে সম্প্রদায়কে। জাতীয় পরিচয়পত্র না থাকায় নিবন্ধন ছাড়াই বিশেষ ব্যবস্থায় গতকাল বৃহস্পতিবার বেদে জনগোষ্ঠীর প্রায় ২০০ জনকে করোনার টিকা দেওয়া হয়। গতকাল দুপুরে নগরের মনসুরাবাদ এলাকার বেদেপল্লীতে টিকা প্রদান কার্যক্রম চলে।

এর আগে গত সোমবার সিভিল সার্জন কার্যালয়ে প্রথম পর্যায়ে প্রায় সাড়ে ৩০০ তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এভাবে জাতীয় পরিচয়পত্র না থাকায় টিকা দিতে না পারা সমাজে পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীকে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।সাতদিনের সেরা