kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসার অভাবে সালেহা খাতুন (৬৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। মৃত সালেহা খাতুন চাটমোহর পৌর শহরের নতুন বাজার সাড়োয়া গ্রামের শামসুদ্দিন মোল্লার স্ত্রী।

সালেহা খাতুনের ছোট ছেলে আবুল কালাম আজাদ বলেন, ‘বুধবার সকালে আমার বড় ভাই আব্দুস সালাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। তাঁকে দেখার জন্য সকাল ১০টার দিকে আমার মা হাসপাতালে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসক তাঁকে প্রাথমিকভাবে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে হাসপাতালে ভর্তি করেন। আমরা ওষুধ নিয়ে এসে বারবার চিকিৎসক ও নার্সদের ডেকেছি, কিন্তু তাঁরা আসেননি। বিকেল ৩টার দিকে আমার মা বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যান।’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ভুক্তভোগীরা আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেব।’সাতদিনের সেরা