kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

চট্টগ্রামে সাড়ে ১৯ মাস পর করোনা শনাক্ত শূন্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রাম মহানগরে প্রথম এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এর পর থেকে গত সাড়ে ১৯ মাসে কমবেশি করোনা শনাক্ত হয়ে আসছে।

আশার কথা, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি পরীক্ষাগারে ৭৯২টি নমুনা পরীক্ষা হলেও শনাক্ত শূন্য। সেই সঙ্গে এদিন করোনায় প্রাণহানিও নেই।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গতকাল সোমবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত নগর ও জেলায় করোনা শনাক্ত ও মৃত্যুসংখ্যা শূন্য। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৩৫০ জনের দেহে। এর মধ্যে নগরে ৭৪ হাজার ৫০ জন এবং জেলায় ২৭ হাজার ৩০০ জন। তাদের মধ্যে মোট মারা যাওয়া এক হাজার ৩৩০ জনের মধ্যে নগরে ৭২৩ জন এবং জেলায় ৬০৭ জন। শনাক্ত অনুপাতে মৃত্যুহার ১.২৯ শতাংশ।সাতদিনের সেরা