kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

কুয়েটসংলগ্ন বাড়ির মালিকরা আতঙ্কে

খুলনা অফিস   

১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কথিত বড়ভাইদের আতঙ্কে রয়েছেন বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাড়ির মালিকরা। এই বড়ভাইরা বকেয়া বাড়িভাড়া না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন এবং গালাগাল ও হয়রানি করছেন বলে অভিযোগ। এ ঘটনার প্রতিকার ও ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন এবং মানববন্ধন করেছেন বাড়ির মালিকরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন বাড়ির মালিকরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, কুয়েটসংলগ্ন বাড়িওয়ালারা দীর্ঘদিন ধরে তাঁদের আবাসিক ভবন শিক্ষার্থীদের জন্য ভাড়া দিয়ে আসছেন। তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে থাকছেন। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বেশির ভাগ ছাত্রের কাছে বাসাভাড়া বকেয়া পড়ে যায়।সাতদিনের সেরা