kalerkantho

বৃহস্পতিবার । ১৩ মাঘ ১৪২৮। ২৭ জানুয়ারি ২০২২। ২৩ জমাদিউস সানি ১৪৪৩

ছাত্রলীগ নেতার হয়ে বদলি পরীক্ষা যুবকের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরার শালিখায় ছাত্রলীগ নেতার বদলে পরীক্ষা দেওয়ার অভিযোগে আল আমিন মোল্যা (২২) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।

বিজ্ঞাপন

তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এই কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল শালিখা উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি মোজাহার বিশ্বাসের। তিনি উপজেলার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। গতকাল মঙ্গলবার ছিল অ্যাগ্রো বেসড ফুড বিষয়ের পরীক্ষা। কিন্তু মোজাহারের বদলে পরীক্ষা দিতে আসে তাঁর ভাতিজা আল আমিন।

কেন্দ্রে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানুল হক গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাঁকে আটক করেন। এ সময় নিজের অপরাধের কথা স্বীকার করে আল আমিন।সাতদিনের সেরা