রাজশাহীর পবায় অভিযান চালিয়ে প্রায় ৯ টন নকল প্রসাধনী ও এর কাঁচামাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দীঘির পারিলা গ্রামে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবুল কালাম সিদ্দিক জানান, পবা থানা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় দীঘির পারিলা গ্রামের মেজবাহ উদ্দিনের (৪০) বাসায় অভিযান চালায়। তাঁর শ্যালক সাইফুল ইসলামের (৪৮) নকল প্রসাধনী তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ প্রসাধনী ও এর কাঁচামাল জব্দ করা হয়।
বিজ্ঞাপন