kalerkantho

শনিবার । ১৫ মাঘ ১৪২৮। ২৯ জানুয়ারি ২০২২। ২৫ জমাদিউস সানি ১৪৪৩

শিক্ষকের থাপ্পড়ে ছাত্রের কান বন্ধ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

৫ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশ্রেণিকক্ষে মুঠোফোন নিয়ে আসায় পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের থাপ্পড়ে কানের পর্দা ফেটেছে এক ছাত্রের। ছাত্রের বাবা গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দশম শ্রেণির কয়েকজন ছাত্র গত ২৭ অক্টোবর শ্রেণিকক্ষে মুঠোফোন নিয়ে প্রবেশ করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম শ্রেণিকক্ষে প্রবেশ করে কাদের কাছে মুঠোফোন আছে জানতে চান।

বিজ্ঞাপন

এ সময় পাঁচ ছাত্র উঠে দাঁড়ায়। এদের সবাইকে মারধর করেন জহুরুল। এক ছাত্রকে এলোপাতাড়ি থাপ্পড় মারলে তাৎক্ষণিক শ্রবণশক্তি হারিয়ে ফেলে সে। ছাত্রের বাবা বলেন, ‘আমার ছেলে আগে জহুরুল মাস্টারের কাছে প্রাইভেট পড়ত। এখন পড়ে না। এ রাগে আমার ছেলেকে অমানবিকভাবে থাপ্পড় মেরেছে। ছেলে কানে শুনতে পারছে না। ছেলেকে গুরুদাসপুরে নাক-কান-গলার চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম। চিকিৎসক জানিয়েছেন, কানের পর্দা ফেটে গেছে। ’সাতদিনের সেরা