kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

মাদকসহ গ্রেপ্তার সমাজসেবা কর্মকর্তা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাদকসহ গ্রেপ্তার সমাজসেবা কর্মকর্তা

মশিউর রহমান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টন ও তাঁর এক সহযোগী মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে তাঁদের গ্রেপ্তার করে র‌্যাব। গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। 

মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ বোতল (প্রায় সাড়ে চার লিটার) দেশীয় মদসহ মশিউর রহমান ও তাঁর সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়। মশিউর রহমান নিজেকে উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং রাসেল ওই অফিসের সহায়ক (পিয়ন) হিসেবে নিজেদের পরিচয় দেন।সাতদিনের সেরা