kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

নৌকা পেল আ. লীগ নেতা, ভূরিভোজ বিএনপির

চাটমোহর (পাবনা) প্রতিনিধি   

২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনৌকা পেল আ. লীগ নেতা, ভূরিভোজ বিএনপির

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাশেদুল ইসলাম বকুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পাওয়ায় খাসি জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন এক বিএনপি নেতা। গত শুক্রবার রাতে এ আয়োজন করেন মূলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অন্যদিকে আনোয়ার হোসেনের এমন কাণ্ডে অবাক হয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘রাশেদুল ইসলাম বকুল সম্পর্কে আমার ভাগ্নে। সে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন হিসেবে নৌকা প্রতীক পাওয়ায় আমি খুশি হয়ে কয়েকজনকে খাইয়েছি মাত্র। এখানে দলীয় কোনো বিষয় নেই।’

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, ‘বিষয়টি দুঃখজনক। ঘটনাটি ভালোভাবে জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’সাতদিনের সেরা