kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে এক দিনের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গফরগাঁও স্টেশনের সামনে ও সালটিয়া ইউনিয়নের রৌহা কালির হাট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গফরগাঁও স্টেশনে ঢাকাগামী আন্ত নগর অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় ফারুক (৩০) নামের এক অটোরিকশাচালক মারা যান। ফারুক গফরগাঁও পৌর শহরের শাহজাহানের ছেলে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে গফরগাঁও জিআরপি ফাঁড়ির পুলিশ।

অন্যদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা কালির হাট এলাকায় রেললাইনের ওপর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা গফরগাঁও জিআরপি ফাঁড়িকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশের প্রায় ৪০টি টুকরা উদ্ধার করে পুলিশ।সাতদিনের সেরা