kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

মেঘনায় হাত-পা বাঁধা দুই লাশ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে গতকাল বৃহস্পতিবার হাত-পা বাঁধা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। দুপুরে শহীদ আবদুল হালিম রেল সেতুর নিচ থেকে অজানা ব্যক্তির (বয়স আনুমানিক ৩০) এবং এর পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় আয়ুব আলী (৩৫) নামের আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব নৌ থানার উপপরিদর্শক রাসেল মিয়া জানান, আলাদা স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আয়ুব আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। তিনি চিহ্নিত নৌ ডাকাত। তাঁর নামে ভৈরব নৌ থানায় তিনটি ডাকাতিসহ বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি আরো জানান, নিহত অন্য ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর মাথার পেছনে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতদের নিজেদের মধ্যে সংঘর্ষে এ হত্যার ঘটনা ঘটেছে।সাতদিনের সেরা