kalerkantho

বুধবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৮। ১ ডিসেম্বর ২০২১। ২৫ রবিউস সানি ১৪৪৩

সিলেটে ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা

সিলেট অফিস   

২২ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে ছাত্রদলের সমাবেশে পুলিশের বাধা

সিলেটের দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে গত বুধবার ছাত্রদলের সমাবেশে বাধা দেয় পুলিশ। ছবি : কালের কণ্ঠ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পৃথক কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। তবে বিকল্প ভেন্যুতে কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট নগরের দরগা গেটের শহীদ সুলেমান হলে ছাত্রদল সিলেট মহানগরের কর্মিসভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের বাধায় সেখানে যেতে পারেননি নেতারা। পরে নগরের একটি রেস্টুরেন্টে সভা করেন তাঁরা।

এর আগে গত বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ কমিউনিটি সেন্টারে ছাত্র সমাবেশে বাধা দেয় পুলিশ। বিকেল ৩টার দিকে বৈরাগীবাজার গুণশ্রী গ্রামে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মহানগর পুলিশের অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।’

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, ‘ছাত্রদলের সমাবেশে বাধা দেওয়া হয়নি।’সাতদিনের সেরা