kalerkantho

সোমবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৮। ২৯ নভেম্বর ২০২১। ২৩ রবিউস সানি ১৪৪৩

কালের কণ্ঠর সাংবাদিকের বাসায় চুরি

বাগেরহাট প্রতিনিধি   

১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর বাসায় চুরি হয়েছে। গতকাল সোমবার ভোরে জেলা শহরের শালতলায় তাঁর দোতলা ভবনের বাসায় এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় চোরদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সাংবাদিকের পক্ষ থেকে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে চোরের দল বাসায় প্রবেশ করে। চোররা সাংবাদিকের মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, মানিব্যাগ, ব্যাংকের চারটি এটিএম কার্ডসহ প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। ঘটনার জানার পর বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুর হক ও র‌্যাব খুলনা-৬-এর অধিনায়ক এ ব্যাপারে খোঁজখবর নেন।সাতদিনের সেরা