kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

টিকাকেন্দ্রে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নেওয়ার সময় এক নারীর সোনার হার ছিনতাইয়ের ঘটনায় পাঁচ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দলমডল গ্রামের নাজমা বেগম, ফুলতারা বেগম ও রাবেয়া বেগম; হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের শাহানা বেগম এবং চুনারুঘাট উপজেলার জোয়ার লালচাঁদ গ্রামের জোসনা বেগম।

পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের হুজ্জাতুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। টিকাদান কেন্দ্রের লাইনে থাকা অবস্থায় নাজমা ও তাঁর চার সহযোগী ওই নারীকে ঘিরে ধরে গলায় থাকা সোনার হার ছিনিয়ে নিয়ে পালাতে থাকেন। শিবগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা