kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

সিভাসু খুলছে ৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৮ মাস ২১ দিন পর আগামী ৭ অক্টোবর খুলছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। এদিন থেকে স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নিতে পারবেন বলে জানা গেছে। এরপর আগামী ১৮ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। তবে আবাসিক হলে ওঠার আগে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত এক ডোজ করোনার টিকা নিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিভাসু অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অধিবেশনে উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানান, দুই দফায় আবাসিক হল খুলবে। আগামী ৫ অক্টোবর স্নাতক চূড়ান্ত বর্ষ, মাস্টার্স ও পিএইচডির শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। এ ছাড়া বাকি শিক্ষার্থীদের জন্য আগামী ১০ অক্টোবর হল খুলে দেওয়া হবে বলে জানান তিনি।সাতদিনের সেরা