kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

‘মাদক থেকে দূরে রাখবে খেলাধুলা’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে জাতি সুস্থ ও জ্ঞানী হয়ে উঠবে। গতকাল কুমিল্লার মুরাদনগরের আমিননগর যুবসমাজের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এমপি আরও বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই একজন খেলোয়াড় ও দক্ষ সংগঠক ছিলেন। শৈশবেই তিনি একটি ফুটবল দলের নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্গবন্ধু মনে করতেন, খেলাধুলা মানুষকে দেশপ্রেমে ঐক্যবদ্ধ করে। প্রধানমন্ত্রী শৈশব থেকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অনুশীলনের জন্যে বিদ্যালয়ের সামনে মাঠ রাখার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট তাঁর দিকনির্দেশনায় বাস্তবায়িত হচ্ছে।’ সাতদিনের সেরা