kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

পটুয়াখালীতে টিকাদান কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই

পটুয়াখালী প্রতিনিধি   

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীতে টিকাদান কেন্দ্রেই স্বাস্থ্যবিধি নেই

স্বাস্থ্যবিধি না মেনে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার টিকা নিতে মানুষের ভিড়। গতকাল সকাল ১০টায়। ছবি : কালের কণ্ঠ

করোনার টিকা নিতে এসেছেন তাঁরা; কিন্তু লাইনে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছেন। এর ওপর বেশির ভাগেরই মুখে মাস্ক নেই। গতকাল রবিবার পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে এই চিত্র দেখা গেছে।  

এ সময় সদর উপজেলার বদরপুর ইউনিয়নের মো. রুপম হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। দুপুর ১২টায়ও সিরিয়াল পাইনি। অনেক লোকের ভিড়। বুথের সংখ্যা বাড়ালে পরিস্থিতি এমন হতো না।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন বলেন, ‘স্বাস্থ্যবিধি মানার জন্য বলা হয়েছে; কিন্তু মানুষ মানছে না। আমি অতিরিক্ত পুলিশ চেয়েছি। এখন পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।’সাতদিনের সেরা