kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

এক বছর পর কঙ্কাল উত্তোলন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকিশোরগঞ্জের ভৈরবে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য রাজিব ভূঁইয়া আবিরের (২৩) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। দাফনের এক বছর চার মাস ছয় দিন পর গতকাল সকালে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ, হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, ভৈরব থানার এএসআই আবদুল আওয়াল, শিমুলকান্দি ইউপির সদস্য জসিম উদ্দীন, সমাজসেবক মিজানুর রহমান ভূঁইয়া রিপন ও আবিরের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা