kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

অর্ধদিবস পরে ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জ-সিলেট আন্ত জেলা সড়কে গতকাল রবিবার অর্ধদিবস বাস ধর্মঘট পালন করা হয়েছে। এরপর পূর্বঘোষিত অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আগামী তিন দিনের জন্য স্থগিত করা হয়। অর্থাৎ রবিবার রাত থেকে আন্ত জেলা বাস চলাচল করবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। সুনামগঞ্জের সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিবহন থেকে সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়ন জোর করে চাঁদা আদায়ের অভিযোগে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল। সুনামগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘোষণা দিয়ে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন আন্ত জেলা সড়কে রবিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। অর্ধদিবস ধর্মঘট পালনের পর সুনামগঞ্জ জেলা প্রশাসকের আহ্বানে সুনামগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়ন রবিবার বিকেলে তিন দিনের জন্য ধর্মঘট স্থগিত করেন।সাতদিনের সেরা