kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

কর্ণফুলীতে নেমে এখনো নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে কর্ণফুলী নদীতে সাঁতার শিখতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মোহাম্মদ রাহাতের সন্ধান পাওয়া যায়নি গতকাল শনিবার পর্যন্ত। গত শুক্রবার ১৩ বছর বয়সী এই ছাত্র নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। গতকালও সারা দিন তল্লাশি চালান ডুবুরিরা। নিখোঁজ রাহাত সদরঘাট থানার কামালগেট এলাকার কামাল হোসেনের ছেলে। সে সদরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ফায়ার সার্ভিস ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে আনু মাঝির ঘাট এলাকায় নেমেছিল রাহাত। নদীতে এই সময় ভাটা ছিল। ভাটার টানে রাহাত পানিতে তলিয়ে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ জানান, আনু মাঝির ঘাট এলাকায় নদীতে আটজন নেমেছিল। তাদের মধ্যে সাতজন উঠে এলেও রাহাত ভাটার টানে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার পর ফায়ার সার্ভিসের চারজন ডুবুরি শুক্রবার বিকেল থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবারও চলে উদ্ধার তৎপরতা। কিন্তু সন্ধ্যা পর্যন্ত রাহাতের সন্ধান পাননি। আজ রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু হবে।সাতদিনের সেরা