kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

পলেস্তারা খসে পড়ল বেঞ্চে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপলেস্তারা খসে পড়ল বেঞ্চে

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের একটি পুরনো ভবনের দ্বিতীয় তলায় দ্বাদশ মানবিক বিভাগের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রফিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, একটি ক্লাস শেষে কিছুটা সময় বিরতি চলছিল। হঠাৎ একটি বেঞ্চের ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। ওই সময় বেঞ্চটিতে কেউ বসা ছিল না। তখন অন্য বেঞ্চে বসা শিক্ষার্থীরা আতঙ্কে বের হয়ে যায়। পরে বিষয়টি মানবিক বিভাগের শিক্ষকদের জানায় শিক্ষার্থীরা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এইচ কবির জানান, গতকালের ঘটনার পর আপাতত ঝুঁকির কথা বিবেচনা করে অনার্স ভবনে দ্বাদশ শ্রেণির ক্লাস নেওয়া হবে। আজ রবিবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হবে, তিনি উল্লেখ করেন।সাতদিনের সেরা