kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সুরমা নদীতে সেতু দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জের সুরমা নদীর উত্তর তীরের তিনটি ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য সুরমা সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এই দাবিতে গতকাল শনিবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে। এতে উত্তর সুরমা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়। তারা অবিলম্বে সুরমা নদীতে প্রতিশ্রুত সেতু নির্মাণের দাবি জানায়। মানববন্ধন শেষে তারা ধারারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা করে। দাবি বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয় তারা। পথসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমদ, সুরমা উত্তর প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন খন্দকার প্রমুখ।সাতদিনের সেরা