kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সিরাজগঞ্জে হয়ে গেল শরৎ উৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমঙ্গলপ্রদীপ প্রজ্বালন, আলোচনাসভা, রবীন্দ্রসংগীত পরিবেশনসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শরৎ উৎসব উদযাপিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা শাখার আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এই উৎসব উদযাপন করা হয়। পরিষদের জেলা সভাপতি ড. জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মাদ। মুখ্য আলোচক ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক করুণা রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি হেলাল আহামেদ, সংগীতানুরাগী আজিজুর রহমান রাঙা, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান প্রমুখ।সাতদিনের সেরা