kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

নলছিটি পৌরসভায় দুর্নীতির তদন্ত শুরু

ঝালকাঠি প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনলছিটি পৌরসভায় দুর্নীতির তদন্ত শুরু

ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র, সচিব ও উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে পৌরসভায় গিয়ে তদন্ত শুরু করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন। দুপুর পর্যন্ত অভিযোগের বিষয়ে মেয়রসহ সংশ্লিষ্টদের বক্তব্য শোনেন তিনি। একই সঙ্গে বিভিন্ন কাগজপত্র যাচাই করে দেখেন।  

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-২ শাখায় মেয়র আব্দুল ওয়াহেদ খান, সচিব এ এইচ এম রাশেদ ইকবাল ও উপসহকারী প্রকৌশলী আবু সায়েমের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করা হয়। নলছিটি পৌর এলাকার সূর্যপাশা মহল্লার ছাইদুর রহমান এই অভিযোগ করেন।

এ নিয়ে গত মঙ্গলবার কালের কণ্ঠে ‘কাজ শুরুর আগেই বিল : নলছিটি পৌরসভায় দুর্নীতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বলেন, ‘অভিযোগের তদন্ত শুরু করেছি। তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’সাতদিনের সেরা