kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

দুর্নীতির দায়ে দিনাজপুর টিটিসির অধ্যক্ষ বরখাস্ত

দিনাজপুর প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হকের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর, ১২ (১) বিধি মোতাবেক চাকরি থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

প্রসঙ্গত, সম্প্রতি দিনাজপুর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আইনুলের বিরুদ্ধে কয়েকজন শিক্ষক এবং কর্মকর্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন। অধ্যক্ষের বিরুদ্ধে ৩৩টি অভিযোগ করেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলমের নেতৃত্বে দিনাজপুরে আসে তদন্ত দল। তারা অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়।সাতদিনের সেরা